বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চেয়ার-বিতর্ক নিয়ে অমিত শাহ এর কটাক্ষ অধীরকে!

নিজস্ব প্রতিবেদন:-প্রায় কয়েক মাস আগে ঘটে যাওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চেয়ার বিতর্ক নিয়ে সম্প্রতি অমিত শাহ কটাক্ষ করলেন অধীর চৌধুরীকে।উল্লেখ্য গতবছর ডিসেম্বর মাসে বাংলা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।সেইসময় একটি ভাইরাল ছবিতে দেখা যায়,রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সংরক্ষিত’ চেয়ারে বসে ‘ভিজিটর্স বুকস’-এ লিখছেন শাহ।
ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহল এবং বিশেষত সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্ক তৈরি হয়।কিন্তু এদিন এই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এদিন লোকসভায় অমিত শাহ বলেন,শান্তিনিকেতন সফরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে তিনি বসেননি।তিনি যেখানে বসেছিলেন,তা জানালার একটি অংশ।
আরও পড়ুন-ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক ট্যাক্সি–ওলা–উবারের!
তাতে আগে অনেকেই বসেছেন।অপরদিকে রবি ঠাকুরের চেয়ার এবং সোফায় বসেছিলেন জওহরলাল নেহরু ,রাজীব গান্ধী,প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রমুখরা।এই বিষয়ে কয়েকটি ছবির প্রিন্ট আউটও পেশ করেন অমিত শাহ।প্রিন্ট আউট পেশ করার আগে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
LIVE: HM Shri @AmitShah's statement in Lok Sabha. https://t.co/Gm9dhNuaW5
— BJP (@BJP4India) February 9, 2021
Advertisement
বলেন,“অধীররঞ্জন চৌধুরী নিজের ভাষণ দিচ্ছিলেন। তাতে বলেছেন, আমি এবং আমার দলের সভাপতি বাংলায় যাই।আমি গিয়ে বিশ্বভারতীতে গিয়েছিলাম।শান্তিনিকেতনে গিয়েছিলাম।কিন্তু যেটা সত্য নয়, সেটা লোকসভার রেকর্ডে থাকা উচিত নয়। আমার দায়িত্ব হল যে যেটা সত্যি নয়, সেটা আপনার মাধ্যমে লোকসভায় সামনে নিয়ে আসি এবং দেশের সামনে পেশ করি।”
One Comment