ফেব্রুয়ারি মাসে 12 দিন বন্ধ থাকবে সমস্ত ব্যাংকিং পরিষেবা! দ্রুত সেরে নিন জরুরি কাজ! রইল বন্ধের তালিকা সহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-প্রতিদিনকার এই ব্যস্ততম কিভাবে ব্যাংকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি আমরা আর্থিক কোনো লেনদেন হোক বা অন্য যে কোন জরুরী কাজে আমরা ব্যাংকের দ্বারস্থ হয়। সম্প্রীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাসে 12 দিন ধরে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা ।




তবে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা এবং এটিএম পরিষেবা সচল থাকবে বলে জানা যাচ্ছে । কোন কোন দিন ব্যাংকের বন্ধ থাকবে তা এই মুহূর্তে আপনার জানা একান্ত জরুরী। নইলে ভোগান্তির শিকার হতে পারে আপনার । ।




২ ফেব্রুয়ারি- সোনাম লোচ্চার(গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
৫ ফেব্রুয়ারি- সরস্বতী পূজা/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী(কলকাতা, আগরতলা, ভূবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)




৬ ফেব্রুয়ারি- রবিবার
১২ ফেব্রুয়ারি- মাসের দ্বিতীয় শনিবার




১৩ ফেব্রুয়ারি- রবিবার
১৫ ফেব্রুয়ারি- মহম্মদ হজরত আলির জন্মতিথি/ লুই-নগাই-নি(ইম্ফল, কানপুর, লখনউতে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)




১৬ ফেব্রুয়ারি- গুরু বরিদাশ জয়ন্তী(চণ্ডীগড়ে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
১৮ ফেব্রুয়ারি- দোলযাত্রা (কলকাতায় বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)




১৯ ফেব্রুয়ারি- ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী(বেলাপুর, মুম্বই, নাাগপুরে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)।
২০ ফেব্রুয়ারি- রবিবার




২৬ ফেব্রুয়ারি- মাসের চতুর্থ শনিবার
২৭ ফেব্রুয়ারি- রবিবার











