








নিজস্ব প্রতিবেদন:-বর্তমানে আমরা প্রত্যেকেই ইন্টারনেটের উপর নির্ভরশীল । এই মত অবস্থায় দাঁড়িয়ে যদি কোনো কারণে আমাদের ডাটা প্যাক শেষ হয়ে যায় তাহলে অসহায়ের মত লাগে ।কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়েও ভোডাফোন এয়ারটেল আইডিয়া অফার জারি করেছে দৈনিক 2.5 জিবি করে । যদি আপনি ডাটা প্যাক কিনতে চান তাহলে আপনার পক্ষে কোন সংস্থার অফার সবথেকে লাভজনক এবং সাশ্রয়ী হবে তা জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে ।




প্রসঙ্গত উল্লেখ্য ভোডাফোন এবং এয়ারটেল অফার শুধুমাত্র এক মাসের জন্য জারি করে রিলাইন্স জিও কিন্তু সেই একই অফার এক বছরের জন্য জারি করে ।কাজেই আপনি যদি অল্প দিনের এই সুযোগ সুবিধা গ্রহণ করতে চান তাহলে অতি অবশ্যই ভোডাফোন কিংবা এয়ারটেলের অফার কে বেছে নিতে পারেন ।কিন্তু যদি আপনি দীর্ঘক্ষন ধরে বছর ধরে এই সুযোগ সুবিধা গ্রহণ করতে চান তাহলে অতি অবশ্য আপনার জন্য বেস্ট ।।




Vodafone Idea-এর 2.5GB দৈনিক ডেটা প্ল্যান 409 টাকায় পাওয়া যায়। Vi এর প্ল্যানটি এই তালিকার সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান। কিন্তু এটিও মাত্র 28 দিনের খুব ছোট ভ্যালিডিটির সাথে আসে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি SMS পাবেন। এছাড়াও গ্রাহকদের জন্য অতিরিক্ত Vi Hero Unlimited বেনিফিটের পাশাপাশি Movies & TV-এর ফ্রি over-the-top (OTT) সুবিধা দেওয়া হচ্ছে। Vi Hero Unlimited বেনিফিট-এর মধ্যে রয়েছে Binge All Night, Weekend Data Rollover, এবং Data Delights।




Bharti Airtel-এর 2.5GB দৈনিক ডেটা প্ল্যানটি 449 টাকায় 28 দিনের সুবিধা দেয়। FUP ডেটা ব্যবহার করার পরে, এই প্ল্যানের গতিও কমে যাবে 64 Kbps-এ। গ্রাহকরা Airtel Thanks এর benefits গুলিতে অ্যাক্সেস পাবেন যার মধ্যে রয়েছে, ফ্রি Airtel Xstream premium, FASTag cashback, Shaw Academy, Wynk Music, Amazon Prime Video Mobile Edition-এর এক মাসের জন্য ফ্রি ট্রায়াল এবং আরও অনেক কিছু। অবশ্যই, প্যাকের সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS পাওয়া যাবে।




রিলাইন্স জিও:- দৈনিক 2.5 জিবি করে ডাটা পেতে গেলে যদি অফারটি আপনাকে ক্রয় করতে হবে । তার মূল্য হচ্ছে 2999 টাকা অর্থাৎ 2999 টাকা দিয়ে আপনি একটা বছর নিশ্চিন্ত অফুরন্ত নেট ব্যবহার করতে পারবেন ।তার পাশাপাশি প্রতিদিন 100 টা করে এসএমএস প্রেরণ ও সুযোগ-সুবিধা দিচ্ছে এই সংস্থা । এমনকি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিচ্ছে । যদি কোনো কারণে দৈনিক ডাটা শেষ হয়ে যায় তাহলে ধীরগতিতে ইন্টারনেট পরিষেবা বহাল থাকবে ।











