
নিজস্ব প্রতিবেদন: টানা দুই সপ্তাহ ধরে রাজ্যের মাটিতে ব্যাপক বৃষ্টিপাতের দেখা মিলছে যার জন্য বেশ কিছু নদীতে মারাত্মক হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে। শীলাবতী নদীর জল বৃদ্ধি পেয়ে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঘাটালের সাংসদ দেব নিজে কয়েকদিন আগেই ঘাটালে উপস্থিত হয়ে বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করেছেন। এই পরিস্থিতিতে তিনি ঘাটাল বাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
গতকাল ঘাটাল পৌছেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত সোমবার ঝাড়গ্রাম গিয়েছিলেন। গতকাল ফেরার পথে তিনি ঘাটালে বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করেছেন। তাঁর সাথে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেবও।
রীতিমতো জলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মানুষের দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন।ঘাটালে উপস্থিত হয়ে বন্যা পরিস্থিতির পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুমানিক ১২ টার সময় তিনি ঘাটালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ঝাড়গ্রাম থেকে। ঘাটালে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করছেন মুখ্যমন্ত্রী। ঘাটালে বন্যায় বেশ কয়েকজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের পরিবারের সাথে গতকাল সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে এসে তিনি স্থানীয় প্রশাসনের সাথে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বানভাসি মানুষদের সমস্যার কথা শুনেছেন। মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে ত্রাণ বিতরণের বিষয়টি তদারকি করেছেন। উপস্থিত মানুষজনকে তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি এই পরিস্থিতিতে দূর্গতদের সাথে রয়েছেন।
এদিকে ঘাটাল থেকে তৃণমূল সাংসদ দেব বলেছেন ,”আজ যদি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কার্যকর করা হত, তাহলে এই বন্যাটা কখনোই হত না। এত তান্ডব কখনোই হত না যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা কেন্দ্রীয় সরকার করে দিতো। কোন দল, কোন রাজনীতি এসব না করে আগে মানুষকে নিয়ে ভাবতে হবে। আমরা আবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি।”