ফের করোনা পরিস্থিতি সংক্রমণজনক; সতর্কবিধি সারা দেশজুড়ে।

নিজস্ব প্রতিবেদন:-চলতি বছরের শুরুর দিক থেকেই টিকাকরণের প্রারম্ভে অনেকটাই স্বস্তিতে ছিল সাধারণ মানুষ।কিন্তু বিগত কিছুদিন ধরে আবারো ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। দেশের বিভিন্ন অংশে প্রায় প্রতিদিনই নতুন সংক্রমনের খোঁজ পাওয়া যাচ্ছে। উপরন্তু এরইমধ্যে করোনার নতুন স্ট্রেন ভারতে প্রবেশ করে গিয়েছে।
আর এই নতুন স্ট্রেনের উপর ভ্যাকসিন আদৌ কার্যকর কিনা তা এখনও জানা যায়নি।সম্প্রতি মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক ও পঞ্জাবে নতুন করে আক্রান্ত হয়েছেন বহু মানুষ।তবে এর মধ্যে সবথেকে বেশি সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে মহারাষ্ট্র এবং কেরলে। ফলস্বরূপ ইতিমধ্যেই মহারাষ্ট্রের দুটি জেলায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে।
আরও পড়ুন-গরু ও কয়লা পাচার কাণ্ডে তৃণমূল বিজেপির যোগসাজশ রয়েছে;বিস্ফোরক মন্তব্য মহম্মদ সেলিমের!
আপাতত দৈনন্দিন মৃত্যুহারের দিক থেকে সর্বোচ্চ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত দেশে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৩৮৫ জন এবং আক্রান্ত সংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৫ হাজার ৮৫০ জন। আপাতত এই চিত্রের উপর নজর রেখে সারা দেশেই সতর্ক বিধি মানার কথা বলেছে স্বাস্থ্যমন্ত্রক।