দিপাবলীর দিন ম্যাচিং পোশাক পরে যশ ও ছেলে ঈশানকে সাথে নিয়ে ফটো তুললেন অভিনেত্রী নুসরাত! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:-অভিনয়জগতে সাফল্য পেল তার ব্যক্তিগত জীবনে একাধিক কাটাছেঁড়া রয়েছে ।। নিখিল এর সাথে বিচ্ছেদ হওয়ার সময়কাল থেকেই জুড়ে গেছে যশ দাশগুপ্তের নাম তার সাথে । এমনটা সকলে প্রথমদিকে মনে করছিল যশ দাশগুপ্ত তার শুধুমাত্র প্রেমিক ।
কিন্তু তার সন্তানের বাবা হয়ে উঠবে যশ দাশগুপ্ত সেটা হয়তো আগে থেকে কেউ অনুমান করতে পারেনি । তবে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের উপর সর্বদা নজর থাকে মিডিয়ার সাংবাদিকদের সে ব্যাপারে নতুন করে বলার অপেক্ষা রাখে না । তারা কোথায় যাচ্ছে কখন কিভাবে সময় কাটাচ্ছে সবকিছু তাদের নখদর্পণে থাকে এবং তারা ক্যামেরাবন্দি করে প্রকাশ্যে আনতে চাই ।
নুসরত জাহান ও যশ দাশগুপ্তর প্রেম কাহিনি রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে দেশজুড়ে। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে নুসরত পুত্রের পিতৃপরিচয়, ঈশানের বার্থ সার্টিফিটিকেটে স্পষ্ট লেখা তাঁর বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত। নুসরতের সঙ্গে শুধু খুল্লমখুল্লা প্রেম নয়, ঈশানের বাবা হিসাবেও এবার প্রকাশ্যে এসেছেন যশ দাশগুপ্ত ।
কিন্তু অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থাতে আমরা দেখেছিলাম যে নুসরাত জাহান সম্পর্কে কিভাবে কুরুচিকর মন্তব্য পেশ করা হয়েছিল । তার পাশাপাশি সমালোচনা যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না । এমতাবস্থায় অভিনেত্রী নিজেকে কিছুদিনের জন্য সরিয়ে রেখেছিলেন লাইট ক্যামেরা থেকে ।
দীপাবলীর উপলক্ষে নুসরাত জাহান প্রকাশ্যে নিয়ে এলো তার সন্তানকে তবে একা নয় সাথে অবশ্যই ছিল তার স্বামী যশ দাশগুপ্ত ।ম্যাচিং ড্রেস পরে ক্যামেরাবন্দি হলেন তিনজন। পরবর্তী ক্ষেত্রে সেই ছবিগুলি যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হলো ঝড় এর গতিতে ভাইরাল হয়েছে সেই সমস্ত ছবিগুলি। যদিও তার সন্তানের অর্থাৎ ঈশানের মুখ এখনো পর্যন্ত প্রকাশ্যে নিয়ে আসেনি নুসরাত জাহান ।তবে ছবি দেখে এমনটা বলা যেতেই পারে যে যশ দাশগুপ্ত নুসরাত জাহান এবং তাদের ছোট্ট পুত্র চুটিয়ে উপভোগ করছে এবছরের দীপাবলি।