নিজের কর্মচারীদের ওপর হঠাৎই তুমুল রেগে গেলেন অভিনেতা দেব! কি এমন ঘটলো? তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে রয়েছেন দীপক অধিকারী ওরফে দেব।দীর্ঘ সময় ধরে একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র ভক্তদের উপহার দিয়েছেন তিনি।বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমানতালে রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি।




ঘাটালের এই সাংসদ ব্যক্তিগত এবং রাজনৈতিক জগতের পাশাপাশি সমানতালে অভিনয় ও চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও অত্যন্ত সক্রিয় দেব। মাঝেসাজেই নানান ধরনের ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন তিনি। দিন কয়েক আগেই প্রেমিকা রুক্মিণী কে নিয়ে মালদ্বীপ ঘুরতে গিয়ে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছিলেন দেব।




ভাইরাল এই ভিডিওতে সমুদ্রের নীল জলরাশির পাশে বেশ কয়েকটি পোজ দিতে দেখা গিয়েছিল অভিনেতা কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠে এলো দেবের আরো একটি ভিডিও।




যেখানে নিজের ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের উপরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে তাকে। প্রসঙ্গত আর কয়েক দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত ছবি কিসমিস।এই ছবিটি মুক্তি পেতে আর কত দেরি হবে এই নিয়েই অফিসের কর্মচারীদের নানান রকম ভাবে রাগ দেখাচ্ছেন অভিনেতা।




প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওটি মজার ছলে বানানো হয়েছে।কারণ ভিডিওর শুরুতে অভিনেতাকে রাগ করতে দেখা গেলেও ভিডিওটি কিছুদুর যাওয়ার পর দেখা যায় নিজের পরবর্তী ছবি কিসমিসের প্রচার করছেন তিনি।




অর্থাৎ দর্শকদের কাছে এই ছবিটির প্রচার করার জন্যই ভিডিওটি বানানো হয়েছিল। মাত্র 24 ঘন্টা আগেই ভিডিওটি শেয়ার করা হলেও ইতিমধ্যেই প্রায় 2 হাজার জন এই ভিডিওটিকে দেখে নিয়েছেন।চাইলে আপনারাও টিউবলাইট নিউজ নামের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন।











