ইন্টারনেটের অপব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে; কড়া হুঁশিয়ারি দিল কেন্দ্র সরকার!

নিজস্ব প্রতিবেদন:-সাম্প্রতিক অবস্থাকে ভিত্তি করে ইন্টারনেট কে কেন্দ্র করে কড়া ব্যবস্থা নিলে কেন্দ্র সরকার। এদিন রাজ্য সভায় বক্তৃতা রাখতে গিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান,”সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য সোশ্যাল মিডিয়ার যে অবদান, তা সরকার সম্মান করে।
কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভুয়ো খবর, হিংসা ছড়ানো হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা”। উল্লেখ্য সম্প্রতি অনেক কিছুতেই যেমন কৃষি আন্দোলন থেকে শুরু করে অনেক রাজনৈতিক ঘটনাবলীতেই প্রাথমিকভাবে ইন্টারনেটের প্রভাব দেখা গিয়েছে।
আরও পড়ুন-‘পাঁচ মাস পূর্ণ করলো রাজশ্রীর পুত্র’,নতুন ছবি ভাইরাল হলো ইউভানের।
ইন্টারনেটের সাহায্যে সোশ্যাল সাইটগুলি ব্যবহারের মাধ্যমে ক্রমাগত মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে একদল মানুষ। এর মধ্যে অনেকেগুলোই বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত।এই পরিস্থিতির মাঝেই ভারতের টুইটার বয়কটকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নিয়ম ভাঙ্গায় ইতিমধ্যে ৫০০-র বেশি অ্যাকাউন্টকে চিরতরে বন্ধ করে দিয়েছে টুইটার। এমতাবস্থায় কেন্দ্রের এই বার্তা কতটা কার্যকর হবে তা দেখার বিষয়।সূত্রের খবর অনুযায়ী,চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হতে পারে টুইটার কতৃপক্ষের।
6 Comments