
নিজস্ব প্রতিবেদন:-এখনো পর্যন্ত বিয়ের দুই বছর অতিক্রান্ত হয়নি সঠিকভাবে, তারই মধ্যে বিবাহ বিচ্ছেদের খবর সামনে এলো তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের।বেশ কিছুদিন ধরেই স্বামী নিখিল জৈনের সঙ্গে সর্ম্পকে ভাঙ্গন নিয়ে শিরোনামে ছিলেন তিনি। এই প্রসঙ্গে উঠে এসেছিল অভিনেতা যশ দাশগুপ্তর নামও।
নুসরতের ছবির প্রিমিয়ারেও দেখা মিলছিল নিখিলের বদলে যশের।অনেকেই মনে করেছিলেন অনেক দূর পর্যন্ত গড়িয়েছে নুসরত এবং যশের সম্পর্ক।যদিও তা নিয়ে সাংসদ অভিনেত্রী বা তার স্বামী কেওই মুখ খুলতে চাননি। সম্প্রতি গত সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাদের বিয়ের ছবি শেয়ার করে আবেগপূর্ণ বার্তা দিয়েছিলেন নিখিল।
আরও পড়ুন-‘এখন তো দুয়ারে সরকার বলছে না।এখন বলছে, দুয়ারে সিবিআই’; মমতাকে কটাক্ষ শুভেন্দুর।
কিন্তু তারপরেও আর কোনরকম পরিবর্তন দেখা যায়নি সম্পর্কে।সূত্র মাধ্যমের খবর অনুযায়ী বিগত বেশ কয়েকদিন ধরে আলাদা থাকছেন নুসরত জাহান এবং নিখিল জৈন।পাশাপাশি জানা গিয়েছে সম্প্রতি নুসরতকে বিবাহবিচ্ছেদের আইনি নোটিস পাঠিয়েছেন নিখিল জৈন। বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেও কোনো মন্তব্য করতে চাননি নিখিল।
তবে নেটিজেনদের বক্তব্য অনুসারে খুব শীগ্রই আইনি পথে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে এই জুটির। উল্লেখ্য ২০১৯ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পরপরই সুদূর তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন ওয়েডিং সাড়েন নুসরত জাহান এবং রঙ্গোলি ইন্ডিয়ার সিইও নিখিল জৈন।
One Comment