বাড়ির বাগানে জমা জল থেকে বেরিয়ে এলো বিশাল বড় গোসাপ! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়া বর্তমানে মানুষের কাছে এমন একটা জগত যেখানে খুব সহজেই সারাটা দিন অতিবাহিত করা যায়।পূর্ববর্তী সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার এতটা সহজ না হলেও বর্তমানে স্মার্টফোনের সহজলভ্যতার কারণে তা প্রায় হাতের মুঠোয় চলে এসেছে।




সোশ্যাল মিডিয়া মানে মানুষের এক আলাদা জগত।এখানে মানুষ থেকে শুরু করে জীবজন্তু সবকিছুর ফটো এবং ভিডিও খুব দ্রুতগতিতে ভাইরাল হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলেছি তা জানার পর যে কোন মানুষ অবাক হতে বাধ্য হবেন।




ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাগানের জমা জলের মধ্যে কোন ভাবে একটি গোসাপ আটকা পড়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে ওই জায়গায় আটকে থাকার ফলে শেষমেষ প্রাণ হারিয়েছে এটি। কিন্তু তারপরেও সমিরন বারিক নামের এক ব্যক্তিকে খবর দেওয়া হলে তিনি এই গুইসাপ টিকে এসে উদ্ধার করে নিয়ে যান।




প্রসঙ্গত সমিরন বারিক নামের এই যুবকের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে নানান ধরনের সাপ থেকে শুরু করে জীবজন্তু উদ্ধারের ভিডিও দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করে থাকেন তিনি। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইবার প্রায় 306 হাজার।




প্রসঙ্গত এই সরীসৃপ প্রাণীটির বাংলা নাম স্বর্ণ গোধিকা বা সোনালী গুইসাপ। এর বিজ্ঞানসম্মত নাম Varanus flavescens । এই প্রাণীটিকে অনেকেই গরকেল বা গোসাপ বলেও ডাকেন।




এই প্রাণীটি সম্পূর্ণ নির্বিষ।যদি প্রতিবেদনটি পড়ার পর আপনারা আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে সমিরন বারিক এর ইউটিউব চ্যানেলে গিয়ে এই গোসাপ উদ্ধারের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না।











