
নিজস্ব প্রতিবেদন:-সামনেই আসন্ন বাংলা সহ বেশকিছু রাজ্যের বিধানসভা নির্বাচন। ক্রমাগত ভোটের আগে রাজনৈতিক দলে যোগদান করছেন বিভিন্ন টলি তারকা। সম্প্রতি কিছুদিন আগেই যশ সেনগুপ্ত সহ একাধিক তারকা যোগদান করেন বিজেপিতে।এরইমধ্যে সূত্র মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে যোগদান করতে দেখা গিয়েছে টলি দুনিয়ার একাধিক তারকাকে। আর তারপর থেকেই সৃষ্টি হয়েছে জল্পনা!
তবে কি এই তারকারাও যোগদান করতে চলেছেন পদ্মফুল শিবিরে?জানা গিয়েছে, শহরের এক পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে দেখা করতে উপস্থিত হন ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী,রশিদ খানরা।
আরও পড়ুন-মন্ত্রী জাকির হোসেনের আরোগ্য কামনা করে চিকিৎসকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী!
প্রথমে রাজনৈতিক জল্পনা থাকলেও পরবর্তীতে জানা যায়,এদিন এনএফডিসির আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকাশ জাভড়েকর। আর সেই অনুষ্ঠানে অভ্যাগতদের তালিকায় ছিলেন ওই তারকারা। তবে এদিন বাংলা টলিউড ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রের প্রশংসা করেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।বলেন,বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা পরিবর্তন করতে কেন্দ্রীয় সরকার এবার উদ্যোগী হবে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে।তবে এখনো পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিয়ে রাজনৈতিক জল্পনা অস্পষ্ট রয়েই যাচ্ছে।
One Comment