








নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম ।এমতাবস্থায় দাঁড়িয়ে অনেকে পেট্রোল চালিত গাড়ি গুলিকে বাড়ির ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে । বিকল্প পথ হিসেবে বাজারে কিন্তু ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বৈদ্যুতিক চালিত স্কুটার গাড়ি গু-লি । এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে একাধিক বাইক নির্মাণ কোম্পানি ইতিমধ্যে বৈদ্যুতিক চালিত গাড়ি এবং স্কুটার লঞ্চ করেছে ভারতের বাজারে।




সেগু-লি জনপ্রিয়তা পাচ্ছে প্রতিনিয়ত । তবে সম্প্রতি নতুন একটি স্টার্ট আপ কোম্পানি লঞ্চ করল আরো একটি আধুনিক বৈদ্যুতিক স্কুটার। এই সংস্থার নাম VAAN ।কেরলের কারিগরি উন্নয়ন, ব্যবসা, বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কোচির একটি অনুষ্ঠানে VAAN Electric Moto ব্র্যান্ডের ইলেকট্রিক টু-হুইলারটি লঞ্চ করেছেন। এটি দুটি ভ্যারিয়েন্টে এসেছে – আরবানস্পোর্ট ও আরবানস্পোর্ট প্রো ।




আপাতত কেরলের কচির শহরে পাওয়া যাবে এই বাইকটি । পরবর্তী ক্ষেত্রে দিল্লী মুম্বাই ব্যাঙ্গালোর শহর ভারতবর্ষের প্রতিটি শহরে পাওয়া যাবে । অনলাইনে বুকিং শুরু হয়ে গেছে মাত্র 999 টাকা দিয়ে আপনি বাড়িতে বসিয়ে বুকিং করতে পারেন ।ঘন্টায় ২৫ কিমি সর্বোচ্চ গতিবেগ থাকায় এটি চালাতে প্রয়োজন পড়বে না কোনো ড্রাইভিং লাইসেন্সের।




এর রেঞ্জ ৬০ কিমি। মজার বিষয় হল, বাইসাইকেলের ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে খরচ হবে অর্ধেক ইউনিট বিদ্যুৎ, রাজ্য ও অঞ্চল ভেদে এর দাম হতে পারে ৪-৫ টাকা। এমনটাই দাবি করেছে প্রস্তুতকারী VAAN । VAAN Urbansport ও Urbansport Pro-এর দাম যথাক্রমে ৫৯,৯৯৯ টাকা ও ৬৯,৯৯৯ টাকা।এর ব্যাটারিটি আবার রিমুভেবল প্রযুক্তি সহ এসেছে। ২.৫ কেজি ওজনের এই ব্যাটারিটি ৪ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে।











