








নিজস্ব প্রতিবেদন:-বর্তমান যুগে গোটা বিশ্ববাসীকে ইন্টারনেটমূখো করেছে মূলত রিলায়েন্স জিও । রিলায়েন্স জিওর অত্যাধুনিক ফিচারযুক্ত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাওয়ার পর মানুষ কিন্তু আরো অনেকক্ষণ নির্ভরশীল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার প্রতি । সোশ্যাল মিডিয়ায় বর্তমান প্রজন্মের কি কি কাজে লাগে সেটা নতুন করে কাউকে বলার অপেক্ষা রাখে না। রিলায়েন্স জিওর এমন কিছু দুর্দান্ত অফার রয়েছে যেখানে আপনি দৈনিক পাঁচ জিবি করে ডাটা পেয়ে যাবেন । সেই প্ল্যান গুলি সম্পর্কে আমরা আজকে আলোচনা করবে এই প্রতিবেদনে তবে শর্ত হলো আপনার কাছে অতি অবশ্যই জিও লিংক মডেম থাকতে হবে ।




2099 টাকার প্ল্যান:-এই প্ল্যানে গ্রাহকদের ৮৪ দিনের মেয়াদ সহ অতিরিক্ত ১৪ দিনের ভ্যালিডিটি দেওয়া হবে। প্ল্যানটিতে প্রতিদিন ৫ জিবি হাই স্পিড ডেটা সহ অতিরিক্ত ৪৮ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ, এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের মোট ৫৩৮ জিবি ডেটা ব্যবহারের সুযোগ দিচ্ছে। দৈনিক ৫ জিবি ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে।




4199 টাকার প্ল্যান:-এমনিতে প্ল্যানটির মেয়াদ ১৬৮ দিন, কিন্তু তার সাথে অতিরিক্ত আরও ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ, এই প্ল্যানে ১৯৬ দিনের মেয়াদে মোট ১০৭৬ জিবি ডেটা পাওয়া যাবে। এই জিও প্ল্যানে প্রতিদিন ৫ জিবি ডেটার পাশাপাশি ৯৬ জিবি অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। দৈনিক হাই-স্পিড ডেটা লিমিট শেষ হওয়ার পরে নেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে ।




699 টাকার প্ল্যান:-এই প্ল্যান এর মেয়াদ হচ্ছে 28 দিন প্রতিদিন দৈনিক 5 জিবি এটা আপনারা ডাটা পেয়ে যাবেন এবং অতিরিক্ত আরো 16 জিবি ডাটা পেয়ে যাবেন অর্থাৎ সর্বমোট 156 জিবি ডাটা উপভোগ করতে পারবেন মাত্র 699 টাকা তে ।কোন কারনে ডাটা শেষ হয়ে গেলে 68kbps করে ইন্টারনেট পরিষেবা বহাল থাকবে।











