সকলের একাউন্টে পাঠানো হচ্ছে 40,000 করে টাকা! লিস্টে আপনার নাম আছে? মিলিয়ে নিন! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একাধিক প্রকল্প জারি করেছে রাজ্যের প্রতিটি মানুষদের জন্য । পাশাপাশি দেশের প্রতিটি মানুষ উপকৃত হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ।একাধিক ভাতা সূচনা করা হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে । যার মাধ্যমে প্রায় কয়েক হাজার টাকা করে প্রতিমাসে সরকারি অনুদা পাচ্ছে দেশে কত কোটি মানুষ । কিন্তু এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এককালীন 40 হাজার টাকা তার পাশাপাশি পেতে পারেন ভাতা।




এই প্রকল্পের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিসারী স্কিম । এই প্রকল্পের লিস্ট চেক করার জন্য প্রথমে আপনাকে ই স্বরাজ অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । তারপরে সেখানে একদম নিচের দিকে বেনিফিশিয়ারি রিপোর্ট নামক একটি অপশন দেখতে পাবেন ।সেখানে আপনি ক্লিক করতে হবে ।




তারপর সেখানে আপনাকে ক্যাপচা কোড এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট করতে হবে ।এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম নামক সেই অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার জেলা এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম সিলেক্ট করতে হবে।




এটি সিলেট করার পর আপনার সঙ্গে একটি নতুন পেজ খুলে যাবে ।সেই নতুন পেজে আপনি লিস্ট আকারে দেখতে পেয়ে যাবেন যে কারা কারা এই 40 হাজার টাকা বা পেনশন হিসেবে টাকা পাচ্ছে বর্তমান সময়ে ।তাদের নামের তালিকা আপনার সামনে চলে আসবে ।সেখান থেকে আপনি আপনার নাম সার্চ করে দেখে নিতে পারেন ।যদি আপনি এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন । এই প্রকল্পের মাধ্যমে এককালীন 40 হাজার টাকা এবং প্রতি মাসে কিছু টাকা পেনশন হিসেবে পাওয়া যায়











